এক শোকবার্তায় তিনি বলেন, প্রণব মুখার্জি বাংলাদেশের সত্যিকারের বন্ধু ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির ভূমিকা আমাদের বিজয়ের গতি বাড়িয়ে দেয়।
‘তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যু উপমহাদেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি,’ বলেন হামিদ।
রাষ্ট্রপতি প্রণবের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে ভারতের রাষ্ট্রপতির মৃত্যুতে আরও শোক জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমুখ।
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
এই মাসের শুরুর দিকে মস্তিষ্কে অপারেশনের পর তিনি কোমায় ছিলেন।
প্রণবের ছেলে অভিজিৎ মুখার্জি এক টুইটে বলেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের জানাচ্ছি যে, আর আর হাসপাতালের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও আমার বাবা শ্রী প্রণব মুখার্জি কিছুক্ষণ আগে মারা গেছেন। সবাই আমার বাবার জন্য দেয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।’
এনডিটিভির খবরে বলা হয়, আজ সকালে দিল্লির আর্মি হাসপাতাল জানায় যে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
গত ১০ আগস্ট হাসপাতালে ভর্তি হন তিনি। একইদিন তার মস্তিষ্কে অপারেশন করা হয়। হাসপাতালে তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়।