ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, ‘ভারতের জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।’
মোদি উল্লেখ করেছেন যে পবিত্র রমজান মাসে, ভারত সহ সারা বিশ্বের মুসলমানরা রোজা ও প্রার্থনা করেছেন।
ঈদুল ফিতরের এই শুভ উপলক্ষে তিনি বলেন, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসী ঐক্য ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করেছে।
মোদি বলেন, হাসিনার ব্যক্তিগত উদ্যোগের ফলে দুই দেশের মধ্যে বহুপাক্ষিক অংশীদারিত্ব বিশ্বে প্রতিবেশী সম্পর্কের রোল মডেল হয়ে উঠেছে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিনি শেখ হাসিনার সঙ্গে ক্রমাগত কাজ করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।
মোদি বিশ্বের জনগণের পাশাপাশি দুই দেশের মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেছেন।