টানা চতুর্থবার ও মোট পঞ্চমবার সরকার গঠনে শপথ নেওয়ার একদিন পর শুক্রবার মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১১টার দিকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
নতুন মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের বেদীতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতি নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা
এ সময় ৩ বাহিনী থেকে আগত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।
পরে শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রক্ষিত দর্শনার্থী বইয়ে সই করেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন: নতুন মন্ত্রিসভায় একই মন্ত্রণালয়ে যেসব মন্ত্রী
বাংলাদেশের সঙ্গে ‘দৃঢ় সহযোগিতা’ অব্যাহত রাখার অঙ্গীকার সুইজারল্যান্ডের