ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের উপর জোর দিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের প্রধান খাতগুলোতে বিনিয়োগের জন্য তাদের দক্ষতা ও নেটওয়ার্ক কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে 'এনআরবি কনক্লেভ'-এ তিনি কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বলেন, 'সরকার ও স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এনআরবি’র বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে পদার্পণের পাশাপাশি অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।’
'ট্রান্সফটিং বাংলাদেশ থ্রু নলেজ রেমিট্যান্স' প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় বাংলাদেশকে জ্ঞান, উদ্ভাবন এবং বৈশ্বিক অংশীদারিত্বের ভিত্তিতে সমৃদ্ধ একটি জাতিতে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ‘একসঙ্গে আমরা একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও সম্মানিত বাংলাদেশের লক্ষ্য অর্জন করতে পারি। আসুন আমরা দৃঢ় সংকল্প ও ঐক্যের সঙ্গে এই সুযোগকে গ্রহণ করি। বিশ্ব দেখছে, ভবিষ্যত হাতছানি দিচ্ছে।’
হোসেন বলেন, প্রযুক্তিতে পারদর্শী অনাবাসী বাংলাদেশিরা জ্ঞান ও দক্ষতা বিনিময় সহজতর করতে পারে। উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তুলতে স্থানীয় স্টার্টআপ এবং ব্যবসায়ের সঙ্গে সহযোগিতা করা, টেক ইনকিউবেটর এবং আর অ্যান্ড ডি সেন্টার প্রতিষ্ঠার পক্ষে যা দেশীয় সমাধানগুলো দেয়।
আরও পড়ুন: সংশোধিত বাজেটে এডিপি সংকোচন করছে অন্তর্বর্তীকালীন সরকার
তিনি বলেন, বাংলাদেশের গল্পটি স্থিতিস্থাপকতা, উদ্ভাবন এবং সীমাহীন সম্ভাবনার। ‘তবুও, আমাদের জাতির বৈশ্বিক উপলব্ধি প্রায়শই এই বাস্তবতা থেকে পিছিয়ে।’
উপদেষ্টা বলেন, দুর্ভাগ্যজনকভাবে এই অঞ্চলের গণমাধ্যমের একটি অংশে বেশিরভাগ মিথ্যার উপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ভুল তথ্য এবং মিথ্যা তথ্য প্রচার করেছে।
তৌহিদ হোসেন বলেন, 'সত্যের ওপর ভিত্তি করে আমাদের কাজগুলোকে প্রচার করতে হবে। বিশ্বাসযোগ্য ও প্রভাবশালী অ্যাম্বাসেডর হিসেবে এনআরবিরা এই প্রেক্ষাপট পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
আরও পড়ুন: জুলাই বিপ্লবের ঘোষণার মাধ্যমে ১৯৭২’র সংবিধানের কবর হবে: হাসনাত