সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রিয়া সাহার বক্তব্য দেশের বিরুদ্ধে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে এবং পৃথিবীতে প্রশংসিত হচ্ছে। তিনি যে বক্তব্য দিয়েছেন তা অবান্তর। এ ব্যাপারে চিন্তা ভাবনা করে সরকার ব্যবস্থা নেবে। তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এই বক্তব্য দেশের সম্প্রীতি বিনষ্টের জন্য ষড়যন্ত্র কিনা, সেটি দেখা হবে।’
বাংলাদেশ থেকে যারা পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান বলেন, তাকে কারা সেখানে পাঠিয়েছেন এটি খোঁজ নেয়ার বিষয় এবং তা খোঁজ নেয়ার দাবি রাখে। তিনি কীভাবে বাংলাদেশের প্রতিনিধি হলেন, এটি তদন্তের বিষয়।
‘তার বক্তব্য দেশবিরোধী, জঘন্য ও মিথ্যাচার। তিনি বাংলাদেশের নাগরিক, দেশে ফিরে আসবেন স্বাভাবিক। তিনি আসলে তখন সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে,’ যোগ করেন মন্ত্রী।
প্রিয়া সাহার স্বামীর এ বিষয়ে প্ররোচণা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আইন বলে স্বামীর বক্তব্যের জন্য স্ত্রীর, কিংবা স্ত্রীর বক্তব্যের দায় স্বামীর নয়। তবে তার প্ররোচণা আছে কিনা সেটি দেখার বিষয়।