বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসিচব) তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও এক মহাপরিচালকের বিরুদ্ধে বগুড়ায় আদালতে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দবগুড়া জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন শিবগঞ্জ উপজেলার মোকামতলার চাঁদপুর গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে আতিকুর রহমান।
মামলায় অভিযুক্তরা হলেন- দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর ও সাবেক মহাপরিচালক জিয়াউদ্দীন আহম্মেদ।
এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করেছিলেন তৎকালীন দুদক কর্মকর্তারা।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব জানান, ‘সরকারি ক্ষমতার অপব্যবহার করে হয়রানি করতে এই মামলা দায়ের করা হয়, যা আইনবিরোধী। এটি ছিল সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।