রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবন তোষাখানা জাদুঘর পরিদর্শন করেন এবং সংস্কারকৃত স্থাপনাগুলোর একটি ভিডিও উপস্থাপনা প্রত্যক্ষ করেন।
বুধবার রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিভিন্ন কক্ষে স্থাপনা প্রত্যক্ষ করেন এবং সংস্কারের প্রশংসা করেন।
তোষাখানা ভবনটি বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের উপহার এবং ঐতিহাসিক আলোকচিত্র দ্বারা সুসজ্জিত।
বঙ্গভবনের সার্বিক তত্ত্বাবধানে এই জরাজীর্ণ তোষাখানাকে চলতি বছরের জানুয়ারিতে আধুনিক রূপ দিয়ে জাদুঘরে সংস্কার করা হয়।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবন তোষাখানা জাদুঘরের সংস্কারকৃত স্থাপনা উদ্বোধন করেছেন। এটি সীমিত সময়ের জন্য জনসাধারণের দেখার ব্যবস্থা রয়েছে।
জাদুঘর পরিদর্শন শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘এটি সত্যিই একটি ভালো কাজ... তাছাড়া এটিকে সুসজ্জিতও করা হয়েছে।’
পরে রাষ্ট্রপতি সেখানে একটি দর্শনার্থী বইতেও সই করেন।
আরও পড়ুন: ইউজিসিকে কর্মমুখী পাঠ্যক্রম চালু করার আহ্বান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের