শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে বন্যায় আরও তিনজনের মৃত্যুতে দেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪ জনে দাঁড়িয়েছে।
নিহতদের মধ্যে সিলেটের ৭৪ জন, ময়মনসিংহের ৪৩ জন, রংপুরের ১৬ জন এবং ঢাকা বিভাগের একজন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
মোট মৃতের মধ্যে বন্যার পানিতে ডুবে ১০৬ জন, বজ্রপাতে ১৬ জন, সাপের কামড়ে দুজন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে নয়জন মারা গেছেন।
দেশের ১৮৫টি উপজেলা বন্যাকবলিত। এর মধ্যে ৩৩টি সিলেট বিভাগে, রংপুর বিভাগে তিনটি, ময়মনসিংহ বিভাগে সাতটি এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা; যেখানে যথাক্রমে ১৩, ১১, ৭ ও ৫ উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।