পাঁচ শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশালে পঞ্চম দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন অপসোনিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা।
রবিবার (২ নভেম্বর) সকাল থেকে কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন তারা। এ সময় চাকরি ফেরত দেওয়ার দাবি জানান শ্রমিকরা। তাদের আন্দোলনে সংহতি জানায় বরিশালের অন্যান্য কলকারখানার শ্রমিকরাও।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেরিপ্যাক বিভাগের কার্যক্রম বন্ধ হওয়ায় ওই শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়েছে।
তবে ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ—তাদের প্রত্যেকের বেতন ১২ থেকে ১৬ হাজার টাকা ছিল। তাদের বরখাস্ত করে কম বেতনে নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, প্রথমে আমাদের তিন দিনের ছুটি দেওয়া হয়। পরে ডাকযোগে চাকরিচ্যুতির নোটিশ পাই। চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। চাকরি না পেলে পথে বসতে হবে।
শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাসদ বরিশাল জেলা সমন্বয়কারী ডা. মনিষা চক্রবর্তী বলেন, অমানবিকভাবে এখানকার ৫০০ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। হঠাৎ কাজ হারিয়ে তারা চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। তাই তাদের অধিকার আদায়ে বরিশালের সব শ্রমিক এখন ঐক্যবদ্ধ।