শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
তিনি বলেন, 'আমি আশা করি আজকের এই প্রতিযোগিতার পর বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীদের অনেকেই জাপানের প্রতি প্রবল আগ্রহ দেখাবেন। আপনাদের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য জাপান সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য দেবে দূতাবাস। আমি আশা করি আপনাদের মধ্যে কেউ কেউ একদিন আমাদের দেশে ভ্রমণ করবেন এবং সরাসরি আমাদের সংস্কৃতির অভিজ্ঞতা লাভ করবেন।’
শনিবার(৯ ডিসেম্বর) বাংলাদেশে জাপান দূতাবাসে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫টি গ্রুপের মোট ১৫ জন বিজয়ী পুরস্কার পেয়েছে।
জাপানের আইচি প্রিফেকচারের টোকোনাম সিটির শিক্ষার্থীরাও অনলাইনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।
আরও পড়ুন: হবিগঞ্জে জাপানি অনুদানের প্রকল্প এলাকা পরিদর্শন রাষ্ট্রদূতের
তরুণ শিক্ষার্থীদের পাশাপাশি জাপানের আইচি প্রিফেকচারের টোকোনাম সিটির মেয়র তাতসুয়া আইটিও এবং নগরীর প্রতিনিধিরা অংশগ্রহণকারীদের উৎসাহিত করে একটি ভিডিও বার্তা পাঠান। এ ধরনের আরও অনুষ্ঠান জাপান-বাংলাদেশের সম্পর্ককে আরও গভীর করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত বলেন, 'আজ শুধু বাংলাদেশের শিশুরাই নয়, বাংলাদেশ ও জাপানে বসবাসরত জাপানি ছেলে-মেয়েদেরও এই পুরস্কার দেওয়া হচ্ছে।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, বাংলাদেশ-জাপান কালচারাল অ্যান্ড ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জহিরুল হাসান ও উৎপল কে দাস।
আরও পড়ুন: দুটি মানব নিরাপত্তা প্রকল্পে জাপানের ১ কোটি ৪৭ লাখ টাকা অনুদান