বন্ধু ও ভালো প্রতিবেশী হওয়ার গুরুত্বসহ বাংলাদেশ-নেপাল সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
তিনি দুদেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারত্ব, সামাজিক ও আন্তঃব্যক্তিক বন্ধন, আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সমপৃক্ততা নিয়েও আলোচনা করেছেন।
ঢাকাতে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৫’-এর ‘অ্যামবাসেডরিয়াল রিফ্লেকশন’ সেগমেন্টে এসব কথা বলেন রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, যোগাযোগ ও নাগরিকদের মধ্যে যোগাযোগকে মাইলফলক অর্জন বলে উল্লেখ করেন তিনি।
২০২৬ সালে একসঙ্গে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাবে বাংলাদেশ ও নেপাল। এ জন্য দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয়ে গুরত্বারোপ করেন তিনি।
নভেম্বরের ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৫’-এর আয়োজন করেছে সেন্টার ফর গভার্ন্যান্স স্টাডিজ।