রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাতিঘরে শুক্রবার প্রথম বাংলাদেশি ব্যান্ড এনসাইক্লোপিডিয়া ‘বাংলার রক মেটাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠান যেন দেশের সংগীতাঙ্গনের কিংবদন্তিদের পুনর্মিলন ঘটায়।
সাংবাদিক হক ফারুক ও লেখক মিলু আমান রচিত এই বইয়ে বাংলাদেশি ব্যান্ডের ক্রমবিকাশের কালানুক্রমিক ইতিহাস চিত্রিত করা হয়েছে। একই সঙ্গে রয়েছে ডিস্কোগ্রাফিসহ ১৮০টি ব্যান্ডের প্রামাণিক অন্তর্ভুক্তি।
আজব প্রকাশের প্রকাশক ও সংগীতশিল্পী জয় শাহরিয়ারের সঞ্চলনায় এই অনুষ্ঠানে রেনেসাঁর নকিব খান, বিশিষ্ট গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, ফিডব্যাকের লাবু রহমান, মাকসুদ ও’ ঢাকার মাকসুদুল হক, মাইলসের হামিন আহমেদ, ওয়ারফেজের মনিরুল আহমেদ টিপু ও রকস্ট্রাটার আরশাদ আমিনের মতো দেশ বরণ্যরা যোগ দেন।
বইটির প্রশংসা করে মাকসুদুল হক বলেন, “বাংলাদেশ রক ফ্র্যাটারনিটিতে আজ (শুক্রবার) ‘বাংলার রক মেটাল’ প্রকাশের মধ্য দিয়ে ইতিহাস তৈরি হয়েছে। ষাটের দশকের গোড়ার দিক থেকে বর্তমান পর্যন্ত ব্যান্ড ও মিউজিশিয়ানদের তুলে ধরা একটি তাৎপর্যপূর্ণ ইতিহাস বই। প্রশংসনীয়, সুন্দর ও আকর্ষণীয় বইয়ের জন্য লেখক মিলু আমান ও হক ফারুক এবং একইসঙ্গে প্রকাশককে ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন: আসছে কুমার বিশ্বজিতের নতুন মোড়কে পুরোনো গান
অনুষ্ঠানটি নিয়ে হামিন আহমেদ তার ফেসবুক পেজে লেখেন, “‘বাংলার রক মেটাল’ বইয়ে সংক্ষিপ্ত ইতিহাস সংকলনের এই প্রথম পদক্ষেপ নেয়ার সব কৃতিত্ব আমান ও ফারুকের। (অনুষ্ঠানে) উপস্থিত থেকে এর অংশ হতে পেরে আনন্দিত।’
বইটির সহ-লেখক হক ফারুক বলেন, ‘বাংলার রক মেটাল’ প্রকাশের মাধ্যমে প্রতিটি ব্যান্ডের ইতিহাসের সঠিক উপস্থাপনা নিশ্চিত করবে। ব্যান্ডের বর্তমান ও সাবেক সদস্যদের মাধ্যমে আমরা তথ্যগুলো যাচাই করেছি। বইটি আমাদের ২০ বছরের সমন্বিত ত্যাগ ও প্রায় দুই বছরের অবিরাম কাজের ফল।
অনুভূতি প্রকাশ করে বইটির অপর সহ-লেখক মিলু আমান বলেন, “আমাদের সমৃদ্ধ ব্যান্ড সংগীতের ইতিহাস ‘বাংলা রক মেটাল’ এ যথাযথভাবে নথিভুক্ত করা হয়েছে। এটি আমাদের ব্যান্ডের গৌরবময় ইতিহাসের একটি সম্পূর্ণ বিশ্বকোষ হিসেবে কাজ করবে।”
একটি বিশেষ পোস্টারসহ বইটি প্রকাশ করেছে আজব প্রকাশ। প্রচ্ছদ ডিজাইন করেছেন নিয়াজ আহমেদ অংশু। কভার টাইপোগ্রাফি করেছেন মুস্তাফিজ কারিগর এবং প্রয়োজনীয় গ্রাফিক্সের কাজ করেছেন কৌসিক জামান।
৪৫০ পৃষ্ঠার এই বইটির মূল্য এক হাজার টাকা। পাঠকরা অনলাইনে রকমারি ডট কম থেকেও বইটি ক্রয় করতে পারবেন।