বাংলাদেশিদের প্রত্যাশা পূরণের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি বলে জানিয়েছে দেশটি।
বুধবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়ক জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমরা অবশ্যই এখনো বিশ্বজুড়ে কার্যকর, গতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ সন্ধ্যায় নতুন মন্ত্রিসভা গঠন হতে যাচ্ছে। বাংলাদেশের বিদেশি বন্ধু ও অংশীদাররা এরই মধ্যে প্রধানমন্ত্রী ও তার দল আওয়ামী লীগকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে।
ভারত, চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইসলামি সহযোগিতা সংস্থাসহ (ওআইসি) দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।
এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘সামনের দিনগুলোতে অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে বাংলাদেশে মানবাধিকার ও সুশীল সমাজের সমর্থনে জনগণের সঙ্গে জনগণের ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’
আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী