বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে তিন নর্ডিক দেশ (ডেনমার্ক,নরওয়ে ও সুইডেন)।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন,নরওয়েজিয়ান রাষ্ট্রদূত এসপেন রিক্টর-সভেনডসেন এবং সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে এ কথা বলেন।
বাংলাদেশ ও নর্ডিক দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিন কূটনীতিক যৌথভাবে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ ও তিন নর্ডিক দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তারা বলেন, স্বাধীনতার পরপরই তাদের দেশগুলো ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। তারা বাংলাদেশের অগ্রগতি, বিশেষ করে বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের অর্জিত সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।
রাষ্ট্রদূতেরা ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি দেয়ায় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।
এসময় শেখ হাসিনা বলেন,বাড়ি দেয়ার প্রক্রিয়া চলছে। শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে সহায়তার জন্য তিন নর্ডিক দেশের অসামান্য ভূমিকার কথা স্মরণ করেন।
আরও পড়ুন: শতভাগ বিদ্যুতায়ন একটি যুগান্তকারী অর্জন: প্রধানমন্ত্রী