স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রবিবার বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। কারণ সরকার বিভিন্ন শ্রেণির মানুষের সহযোগিতায় সফলভাবে হুমকি দমন করেছে।
রবিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) কর্তৃক সংকলিত ‘ইসলামের চোখে চরমপন্থা ও সন্ত্রাসবাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সাধারণ মাদরাসা, কওমি মাদ্রাসার ছাত্ররাও জঙ্গিবাদের নিন্দায় ব্যানার নিয়ে দাঁড়িয়েছে।
এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি মো. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্র্যান্ড ইমাম শাইখুল ইসলাম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এখনও বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।
তিনি বলেন, ইসলামকে চরমপন্থা ও সন্ত্রাসবাদের ধর্ম হিসেবে চিহ্নিত করার জন্য বিশ্বজুড়ে পদক্ষেপ চলছে। কিন্তু বাংলাদেশে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
আসাদুজ্জামান খাঁন উল্লেখ করেন, সিরিয়াসহ বেশ কয়েকটি ধর্মপ্রাণ মুসলিম দেশ এগুলোর কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: বিস্ফোরণের ঘটনায় দায়ী কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী