বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে থাকা বিশেষ ও বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
এক ইফতার অনুষ্ঠানে তিনি ভ্রাতৃত্ব ও মানবতার চেতনা বিকাশে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। ১৯ মার্চ ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এই ইফতারের আয়োজন করে।
অনুষ্ঠানে সরকার, আইনসভা, বিচার বিভাগ, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, শিক্ষাবিদ, ব্যবসা, গণমাধ্যম ও সংস্কৃতিসহ সর্বস্তরের ৪ শতাধিক বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।
হাইকমিশনার উল্লেখ করেন, ইফতার জমায়েতটি মানুষে-মানুষে গভীর সম্পর্কের প্রতীক, যা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি তৈরি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
আরও পড়ুন: ভবিষ্যৎ স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশের পাশে আছে ভারত: রাষ্ট্রদূত প্রণয় ভার্মা