যুক্তরাষ্ট্র বলেছে, ‘রাজনৈতিক দল বা প্রার্থী নির্বিশেষে’ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করতে আগ্রহী তারা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল ১৫ মে (মার্কিন সময়) প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘বিশ্বজুড়ে যে কোনো নির্বাচনের জন্য আমাদের আশা হলো যে সেগুলো অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে।’
তিনি বলেন যে এর বাইরে রাজনৈতিক দল বা প্রার্থী অথবা এ ধরনের কিছু নিয়ে তার আর কিছু বলার নেই।
আরও পড়ুন: স্বাগতিক দেশকে অবশ্যই কূটনৈতিক কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট
প্যাটেল বলেন, গত বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার গত ১২-১৩ মে বাংলাদেশ সফর করেন এবং ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেন।
বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রাম সম্পর্কে আরও জানার সুযোগ পাওয়া সম্মানের বিষয় উল্লেখ করে এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রাম সম্পর্কে আরও জানার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’
আরও পড়ুন: করদাতাদের টাকায় বিদেশি কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা সেবা দেওয়া হবে না: মোমেন