সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন। পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন বাকৃবির তিনটি কর্মচারী সংগঠনের কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের করিডোরে মঙ্গলবার (২ জুলাই) বেলা ১২টায় অবস্থান এ কর্মসূচি পালন করেন শিক্ষক ও কর্মচারীরা।
শিক্ষকদের দ্বিতীয় দিনের সর্বাত্মক কর্মবিরতিতে বাকৃবিতে কোনো ধরনের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি ও শিক্ষকরা কোনো প্রশাসনিক কার্যক্রমেও অংশগ্রহণ করেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাকৃবি শিক্ষক সমিতির নেতারা। এসময় বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পেনশন বিজ্ঞপ্তির প্রতিবাদে অর্ধদিবস কর্মবিরতিতে বাকৃবির শিক্ষকরা
বাকৃবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে আমরা সর্বাত্মক কর্মসূচি পালন করছি। আমরা ক্লাস পরীক্ষা কিছুই নিচ্ছি না। দাবি মানা না হলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ক্ষতিও আমরা পুষিয়ে দেব। প্রয়োজন হলে অনলাইনে ক্লাস নিয়ে এবং বন্ধের দিনে ক্লাস নিয়ে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে।’
উল্লেখ্য, গত ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতিতে যান বাকৃবি শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় ১ জুলাই থেকে তারা সর্বাত্মক কর্মবিরতি পালন শুরু করেন।
অন্যদিকে, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বাকৃবির তিনটি কর্মচারী সংগঠন- তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ, চতুর্থ শ্রেণি কর্মচারী পরিষদ ও কারিগরি কর্মচারী সমিতির কর্মচারীরা দ্বিতীয় দিনের মতো একসঙ্গে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।
আরও পড়ুন: কোটা বাতিলের দাবিতে বাকৃবিতে আবারও মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
বাকৃবির চতুর্থ শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি মো. মোশারফ বলেন, ‘আগামীকালও অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। ৪ জুলাই থেকে ৭ জুলাই পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। ৭ তারিখের মধ্যে দাবি না মানলে ফেডারেশনের নির্দেশনা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করা হবে।’
বাকৃবির চতুর্থ শ্রেণি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আমাদের এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। সরকার ঘোষিত পেনশন সংক্রান্ত অভিন্ন নীতিমালা প্রত্যাহারের দাবিতে আমাদের এই আন্দোলন।’