বাগেরহাটের ৯টি উপজেলার ৭৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভা মিলে ৮১টি কেন্দ্রে গণটিকা দেয়া হবে। সারা দেশের মতো আগামী ৭ আগস্ট থেকে এই গণটিকা কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্টরা জানান, বাগেরহাটে মোট ২৪৩টি বুথে টিকা দেয়া হবে। স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষিত কর্মীরা টিকা প্রদান করবেন। রেজিস্টেশন কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে এসে ১৮ বছরের বেশি বয়সের মানুষ টিকা নিতে পারবেন। ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম বাস্তবায়ন করতে এর মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আরও পড়ুন: সিলেটে ৭ আগস্ট থেকে গণটিকাদান শুরু
বাগেরহাটের সিভিল সার্জন ও জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. কেএম হুমায়ুন কবির জানান, জেলার ৯টি উপজেলার ৭৫টি ইউনিয়নে ২২৫টি বুথ এবং দুটি পৌরসভায় ১৮টি বুথে স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষিত কর্মীরাই টিকা প্রদান করবেন। টিকা কেন্দ্র হিসেবে সংশ্লিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠাকে বেছে নেয়া হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৮ থেকে বিকাল ৩টা পর্যন্ত কেন্দ্রে টিকা কার্যক্রম চলবে। প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ৬০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:কেসিসি এলাকায় ৭ আগস্ট থেকে টিকা দেয়া শুরু
বাগেরহাটের জেলা প্রশাসক ও করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. আজিজুর রহমান জানান, ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম বাস্তবায়ন করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। রোবার স্কাউট, রেডক্রিসেন্ট ও যুব সমাজকে নিয়ে সেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে। তাদের মাধ্যমে বিভিন্ন এলাকায় বিনামূল্যে টিকা নিবন্ধন কার্যক্রম চলছে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।