বাজার সিন্ডিকেটসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে পুলিশ সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার সবসময় আন্তরিক। যেকোনো সিন্ডিকেট ও যেকোনো অবৈধ কর্মকাণ্ড নির্মূলে ডিএমপির টিম সক্রিয় রয়েছে। কারণ, তাদের যেকোনো সিন্ডিকেট ভাঙার সক্ষমতা রয়েছে।
আরও পড়ুন: অনুমতি ছাড়া ঢাকায় সমাবেশ করা যাবে না: ডিএমপির নতুন কমিশনার
বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ ও সরকারের নির্ধারিত মূল্যের অকার্যকারিতা নির্ধারণে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন। ডিএমপি সদর দপ্তরে সভাটি অনুষ্ঠিত হয়।
ডিএমপি কমিশনার বলেন, মাছ, চাল ও শাকসবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় এবং ইলিশ মাছ উৎপাদনে বিশ্বে প্রথম।
তিনি বলেন, 'দেশের দামের অবস্থা এমন হওয়ার কথা নয়। যা ঘটেছে তা সমন্বয়ের অভাব। সবাই মিলে কাজ করলে, সবাই সহযোগিতা করলে অবশ্যই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব।’
বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিটি করপোরেশনের পাশাপাশি ডিএমপিও বাজার মনিটরিংয়ে অংশ নেবে।
ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় সভায় ডিএমপি, পুলিশ সদর দপ্তর, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিশেষ শাখা, ফায়ার সার্ভিস, বাণিজ্য মন্ত্রণালয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ ডিএমপির ঢাকার বিভিন্ন থানা এলাকার ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং ডিএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।