রাষ্ট্রদূত বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার সময় এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
বঙ্গভবনে তুরস্কের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ এখানে তার দায়িত্ব পালনকালে তুরস্কের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশ প্রকাশ করেন।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে ঐতিহাসিক এবং খুবই প্রাচীন উল্লেখ করে তিনি বলেন, দুদেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং দুই দেশের সংস্কৃতির মধ্যেও অনেক মিল রয়েছে।
‘দুই দেশের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যায়ক্রমে আরও জোরদার করা হবে,’ তিনি বলেন।
বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি এ ক্ষেত্রে সহায়তা দেয়ার জন্য তুর্কি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি হামিদ ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ডি-৮ সম্মেলনে অংশ নিতে তুরস্কের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
এসময় রাষ্ট্রদূত বলেন, তুরস্ক সর্বদা বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ককে অগ্রাধিকার দেয়। ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
এর আগে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি অশ্বারোহী দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করেন।