তুরস্ক
বিশ্বের শীর্ষ ১০ ভূমিকম্পপ্রবণ দেশ
পৃথিবীর ভূত্বকের নিচে আধা-তরল আবরণে ভেসে থাকা ভূত্বকের বৃহৎ অংশগুলো টেকটোনিক প্লেট নামে পরিচিত। এই প্লেটগুলোর নড়াচড়ার সময় প্রতি দুই প্লেটের মাঝের জায়গায় ঘর্ষণের সৃষ্টি হয়। এই ঘর্ষণের আশেপাশের এলাকায় চাপ সৃষ্টি করে। এর চূড়ান্ত অবস্থায় একটি সিসমিক তরঙ্গ প্রবাহিত হয়, যা প্লেটগুলোর সংঘর্ষ সংলগ্ন এলাকাজুড়ে ভূমিকম্পের সৃষ্টি করে। এর প্রচণ্ডতায় ঘনবসতিপূর্ণ বিশেষ করে বড় বড় স্থাপনা সম্বলিত জায়গাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। আজকের নিবন্ধে অধিক ঝুঁকিতে থাকা ১০টি ভূমিকম্পপ্রবণ দেশ নিয়ে আলোচনা করা হবে।
ভূমিকম্পের ঝুঁকিতে থাকা পৃথিবীর শীর্ষ ১০টি দেশ
জাপান
ভূমিকম্পন এলাকা হিসেবে ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ একটি দেশ জাপান। ভূমিকম্প ছাড়াও আগ্নেয়গিরি এবং উষ্ণ প্রস্রবণের জন্য রীতিমত প্রাকৃতিক দুর্যোগের দেশ বলা যেতে পারে জাপানকে। এটি ভৌগলিক ভাবে প্রশান্ত মহাসাগরীয়, ফিলিপাইন, ওখটস্ক এবং ইউরেশীয় প্লেট; এই চারটি টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থিত।
এই সীমান্তগুলোকে ঢেকে রাখা সামুদ্রিক পরিখা ও খাদের বিশাল জলাশয় ঘিরে রয়েছে জাপানী দ্বীপপুঞ্জকে। প্যাসিফিক রিং অফ ফায়ার হিসেবে পরিচিত প্রশস্ত এই এলাকায় সবচেয়ে বেশি ভূমিকম্পের শিকার হওয়া দেশটি জাপান।
১৯৯০ থেকে ২০২২ সালের মধ্যে জাপানে মোট ৯৪টি ভূমিকম্প হয়েছে। এগুলোর মধ্যে একুশ শতকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের মধ্যে রয়েছে ২০১১-এর তোহোকু ভূমিকম্প ও সুনামি। ৯ থেকে ৯.১ মাত্রার এই ভূ-কম্পনে প্রাণহানি ঘটেছিল ১৯ হাজার ৭৫৯ জন মানুষের।
২০১৬-এর কুমামোটো ৭ মাত্রার ভূমিকম্পে মৃত্যু সংখ্যা ছিলো ২৭৩ জন।
আরও পড়ুন: মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে ২ হাজারেরও বেশি মানুষ নিহত, মারাকেচে ঐতিহাসিক ভবন ক্ষতিগ্রস্ত
তুরস্কে বাস দুর্ঘটনায় ১২ যাত্রী নিহত
তুরস্কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। সোমবার (২১ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মধ্য তুরস্কের ইয়োজগাট শহরের গভর্নর মেহমেত আলী ওজকান বলেন, বাসের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ইয়োজগাট শহরের পাশের একটি খাদে পড়ে বিধ্বস্ত হয়।
বাসটি ইয়োজগাট থেকে প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) পূর্বের শহর সিভাস থেকে ইস্তাম্বুলে যাচ্ছিল।
ওজকান আরও বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন যাত্রী মারা যান এবং একজন পরে হাসপাতালে মারা যান।
তিনি জানান, আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ওজকান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। চালকের ‘অবহেলায়’ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: তুরস্কে ফের ৫.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ১
তুরস্কে নতুন করে ভূমিকম্পে নিহত ৩, আহত ২ শতাধিক
ভূমিকম্প: নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়াল, তুরস্কে ঠিকাদার আটক
তুরস্কের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র হস্তান্তর
তুরস্কে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক বৃহস্পতিবার (১৩ জুলাই) প্রেসিডেন্ট প্যালেসে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
এসময় রাষ্ট্রদূতের সঙ্গে তার সহধর্মিনী রুনা মাহজাবিন আহমেদ এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশেদ ইকবাল এবং দ্বিতীয় সচিব ও দূতাবাসের প্রধান মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিচয়পত্র হস্তান্তর অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ওউজহান এরতুরাল ও রাষ্ট্রচার প্রধান রাষ্ট্রদূত আহমতে জমেলি মরিওলু।
এসময়ে রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে শুভেচ্ছা জানান এবং এরদোয়ান বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন এবং সৃষ্ট মানবিক এ সংকট সমাধানে তুরস্কের সরকার ও নেতৃত্ব সর্বদা বাংলাদেশের পাশে থাকবে এমন প্রত্যাশা করেন রাষ্ট্রদূত।
এ ছাড়াও তিনি তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল ও উচ্চপর্যায়ে উন্নীতকরণে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
তিনি বাণিজ্য, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা, পর্যটন ও সামরিক ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ককে উত্তরোত্তর বৃদ্ধি করতে তুরস্কের সর্বোচ্চ নেতৃত্ব বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন।
এ ছাড়া, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে চলমান উন্নয়ন কার্যক্রমের বিষয়ে এরদোয়ানকে জানান।
প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের জনগণ ও সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত এম আমানুল হক-কে তুরস্কে স্বাগত জানান।
এরদোয়ান জানান, ভবিষ্যতে ভ্রাতৃপ্রতীম বাংলাদেশের সরকারের ও জনগণের কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ ছাড়াও বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলেও তিনি আশ্বাস দেন।
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে রাষ্ট্রদূত এম আমানুল হক আঙ্কারস্থ আনিতকবির-এ প্রয়াত প্রেসিডেন্ট কামাল আতার্তুক-এর সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুন: এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগদানসহ তুরস্কে ছয়দিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এসময় তার সঙ্গে ফার্স্টলেডি ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (ফ্লাইট নং বিজি ২০৮) মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
আরও পড়ুন: ইউজিসিকে কর্মমুখী পাঠ্যক্রম চালু করার আহ্বান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি এবং অন্যান্য ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন ইউএনবিকে জানান, রাষ্ট্রপতি ৩ জুন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করেন। যেখানে বিশ্বের ৭৭ টি দেশের নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।
এছাড়া অনুষ্ঠানে ন্যাটো ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এবং ফটো সেশনে যোগ দেন। এসময় উভয় রাষ্ট্রপতি কুশল বিনিময় করেন।
এছাড়া টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তুরস্কের নেতা এরদোগান।
এর আগে রাষ্ট্রপতি সকাল ৭টা ৪৩ মিনিটে (আঙ্কারার সময়) ঢাকার উদ্দেশে তুরস্কের আঙ্কারা এসেনবোগা বিমানবন্দর ত্যাগ করেন।
যেখানে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানউল হক, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি রাষ্ট্রদূত ওয়া তুঙ্গা কাগলি এবং আঙ্কারার ডেপুটি গভর্নর মুরাত সোয়লু এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিমানবন্দরে বিদায় জানান।
১ জুন রাতে আঙ্কারায় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন: এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রপতির সম্মতি
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
তুরস্কের নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন। আগামী আগামী ৩ জুন শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতির সঙ্গে থাকা প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ফোনে ইউএনবিকে জানান, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান রাষ্ট্রপতি, তার স্ত্রী রেবেকা সুলতানা এবং তার সফরসঙ্গীদের নিয়ে (তুরস্কের স্থানীয় সময়) ভোর সাড়ে ৪টায় আঙ্কারা এসেনবোগা বিমানবন্দরে অবতরণ করে।
তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক সাহাবুদ্দিনকে বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রদূত ওইয়া তুঙ্গা চাগলি, তুরস্কেও প্রটোকল প্রধান গোনেচ আচিকোলু সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তুরস্কে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘শেরাটন আঙ্কারা হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টার’-এ অবস্থান করবেন।
রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী সেখানে (তুরস্কের স্থানীয় সময়) বিকাল ৫টায় আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তিনি এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
রাষ্ট্রপতি সফরকালে আঙ্কারার কানকায়া প্রাসাদে প্রেসিডেন্ট এরদোয়ানের আয়োজিত একটি আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন। এছাড়াও তার উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতি তার ৬ দিনের সফর শেষ করে আগামী ৬ জুন ভিভিআইপি বিমানে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ইউজিসিকে কর্মমুখী পাঠ্যক্রম চালু করার আহ্বান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের
সুশাসন নিশ্চিত করতে আইনজীবীরা বড় ভূমিকা রাখতে পারেন: রাষ্ট্রপতি
জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত
তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান রবিবার তার দেশের রানঅফ নির্বাচনে বিজয় অর্জন করেছেন। এ নিয়ে তিনি ক্রমবর্ধমান শাসনকে তৃতীয় দশকে প্রসারিত করলেন।
সংবাদ সংস্থাগুলোর অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায় প্রায় ৯৯ শতাংশ ব্যালট বাক্সের ফলাফলে তিনি এরদোয়ান পেয়েছেন ৫২ শতাংশ ভোট আর প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৮ শতাংশ ভোট।
নির্বাচন শেষ হওয়ার পর তার প্রথম মন্তব্যে, এরদোয়ান ইস্তাম্বুলে তার বাড়ির বাইরে একটি প্রচারাভিযান বাসে সমর্থকদের সঙ্গে কথা বলেছেন।
তিনি বলেন,‘আসন্ন পাঁচ বছরের জন্য আবারও এই দেশকে শাসন করার দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য আমি আমাদের জাতির প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই।’
তিনি তার হারের জন্য তার প্রতিদ্বন্দ্বীকে উপহাস করেছেন, ‘বাই বাই বাই, কামাল’ বলে সমর্থকরা উচ্ছাস প্রকাশ করেন।
এরদোয়ান বলেন, ‘আজকে একমাত্র বিজয়ী তুরস্ক।’
ইস্তাম্বুলে, এরদোয়ানের সমর্থকরা চূড়ান্ত ফলাফল আসার আগেই তুর্কি বা ক্ষমতাসীন দলের পতাকা নেড়ে এবং গাড়ির হর্ন বাজিয়ে উদযাপন শুরু করে।
ফলাফল আঙ্কারার বাইরেও প্রভাব ফেলতে পারে। তুরস্ক ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে দাঁড়িয়ে আছে এবং দেশটি ন্যাটোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভোট গণনা সংবাদ সংস্থাগুলো সম্পূর্ণ ব্যালট বাক্সের গণনা থেকে তাদের তথ্য পায় যা মাঠের কর্মীদের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং বিভিন্ন অঞ্চলে শক্তিশালী, প্রাথমিক তথ্যের কিছু বৈচিত্র্য ব্যাখ্যা করে। তুরস্কের নির্বাচনী বোর্ড ভোট গণনা চলাকালীন রাজনৈতিক দলগুলোর কাছে নিজস্ব ডেটা পাঠায়, কিন্তু কিছু দিন পরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে না।
এরদোয়ান ২০ বছর ধরে তুরস্কের নেতৃত্বে রয়েছেন। গত ১৪ মে প্রথম রাউন্ডে সরাসরি জয়ের পর থেকে দ্বিতীয় রাউন্ডের রানঅফে নতুন পাঁচ বছরের মেয়াদ জয়ে আশাবাদী ছিলেন।
আরও পড়ুন: ন্যাটোর সদস্যপদ: ফিনল্যান্ডকে হ্যাঁ, সুইডেনের প্রতি নাখোশ এরদোয়ান
বিভক্ত জনতাবাদী ছয়-দলীয় জোটের প্রার্থী কিলিচদারোগ্লুর থেকে চার শতাংশ বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন এরদোয়ান। ভয়াবহ মুদ্রাস্ফীতি এবং তিন মাস আগে একটি বিধ্বংসী ভূমিকম্পের প্রভাব সত্ত্বেও এরদোয়ানের সফলতা এসেছে। এটিই প্রথমবার যেখানে তিনি প্রার্থী হিসেবে প্রথম রাউন্ডে নির্বাচনে জয়লাভ করেননি।
দুই প্রার্থী দেশের ভবিষ্যত এবং এর সাম্প্রতিক অতীত সম্পর্কে তীব্রভাবে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
৭৪ বছর বয়সী কিলিচদারোগ্লু নিচে ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, ‘এই নির্বাচনটি অত্যন্ত কঠিন পরিস্থিতিতে হয়েছিল, সেখানে সব ধরনের অপবাদ এবং মানহানি ছিল।’ ‘তবে আমি জনগণের সাধারণ জ্ঞানে বিশ্বাস করি। গণতন্ত্র আসবে, স্বাধীনতা আসবে, মানুষ রাস্তায় ঘুরে বেড়াতে পারবে এবং রাজনীতিবিদদের স্বাধীনভাবে সমালোচনা করতে পারবে।’
ইস্তাম্বুলের একটি স্কুলে ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এরদোয়ানন উল্লেখ করেন যে এটি তুরস্কের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। তিনি প্রথম রাউন্ডে উচ্চ ভোটার উপস্থিতির প্রশংসা করেছেন এবং বলেছেন যে তিনি রবিবার আবারও বেশি অংশগ্রহণের প্রত্যাশা করেছিলেন। তিনি কিলিচদারোগ্লুর মতো একই সময়ে ভোট দিয়েছেন, কারণ স্থানীয় টেলিভিশনে প্রতিদ্বন্দ্বীরা বিভক্ত পর্দায় ব্যালট কাস্ট করছে।
তিনি বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, এটা (নির্বাচন) আমাদের দেশ ও জাতির জন্য উপকারী হবে।
আরও পড়ুন: তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন: দ্বিতীয় পর্বের ভোটে লড়তে হতে পারে এরদোয়ান ও কিলিচদারুগ্লুকে
তুরস্কে ফের ৫.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ১
দক্ষিণ তুরস্কে সোমবার (২৭ ফেব্রুয়ারি) একটি ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, ভূমিকম্পে কমপক্ষে একজন নিহত হয়েছে।
স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, তিন সপ্তাহ আগের বিপর্যযের পর ফের ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কিছু ভবন ধসে পড়েছে।
এএফএডি প্রধান ইউনুস সেজার সাংবাদিকদের বলেছেন, মালতয়া প্রদেশের ইয়েসিলিউর্ট শহরে ভূমিকম্পের ফলে আরও ৬৯ জন আহত হয়েছেন। এতে কমপক্ষে দুই ডজনের বেশি ভবন ধসে পড়েছে।
ইয়েসিলিউর্টের মেয়র মেহমেত সিনার হ্যাবারতুর্ক টেলিভিশনকে বলেছেন যে শহরের একটি চারতলা ভবনের ধ্বংসস্তূপের নিচে একজন বাবা ও মেয়ে আটকা পড়েছেন। ওই দম্পতি মালামাল সংগ্রহ করতে ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করেছিল।
এএফএডি প্রধান লোকদের ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলিতে প্রবেশ না করার আহ্বান জানিয়ে বলেছেন যে শক্তিশালী আফটারশকগুলো একটি ঝুঁকি তৈরি করছে।
আরও পড়ুন: তুরস্কে নতুন করে ভূমিকম্পে নিহত ৩, আহত ২ শতাধিক
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালতয়া প্রদেশের ইয়েসিলিউর্ট শহরে।
ইয়েসিলিউর্টের মেয়র মেহমেত সিনার হ্যাবারতুর্ক টেলিভিশনকে বলেছেন যে শহরের কয়েকটি ভবন ধসে পড়েছে।
মালতয়া ছিল তুর্কি প্রদেশের ১১টি প্রদেশের মধ্যে একটি, যেগুলো গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এই ভূমিকম্পের ফলে তুরস্ক ও সিরিয়ার ৪৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি তুরস্কের এক লাখ ৭৩ হাজারেরও বেশি ভবন ধসে পড়েছে বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি থেকে প্রায় ১০ হাজারটি আফটারশক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এ অঞ্চলে আঘাত হেনেছে।
আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর দম্পতি জীবিত উদ্ধার, মারা গেছে তাদের সন্তান
তুরস্কে ভূমিকম্প: ঘানার ফুটবল তারকা ক্রিশ্চিয়ান আতসুর মরদেহ উদ্ধার
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিদের অনুদান
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস (বিএএলএ) তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ অনুদান দিয়েছে।
প্রবাসী সমিতির সভাপতি সৈয়দ এম হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাকসুদা ইয়াসমিন, জায়েদুল মাহমুদ জামি, রাবেয়া জাহিদ, ড. মোহাম্মদ সিরাজুল্লাহ, জিল্লুর রহমান নিরু প্রমুখ।
সমিতির নেতৃবৃন্দ প্রস্তাবিত অনুদান বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া সকল সদস্য ও অ-সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: তুরস্কের ভূমিকম্প অঞ্চল পরিদর্শনে ব্লিঙ্কেন, ১০০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি
তুরস্কে নতুন করে ভূমিকম্পে নিহত ৩, আহত ২ শতাধিক
তুরস্কে নতুন করে ভূমিকম্পে নিহত ৩, আহত ২ শতাধিক
তুরস্কের কিছু অংশে সোমবার ৬ দশমিক ৪ মাত্রার একটি নতুন ভূমিকম্পে তিন জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে। আরও অনেক ভবন ধসে পড়েছে, কিছু লোক আটকা পড়েছে, এবং পার্শ্ববর্তী সিরিয়াতেও বেশ কয়েকটি আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছে।
সোমবারের ভূমিকম্পটি তুরস্কের হাতায় প্রদেশের ডেফনে শহরে কেন্দ্রীভূত ছিল, যা ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোর মধ্যে একটি। এটি সিরিয়া, জর্ডান, সাইপ্রাস, ইসরায়েল ও মিশরের মতো দূরবর্তী অঞ্চলে অনুভূত হয় এবং তারপরে দ্বিতীয় ৫দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, এ ঘটনায় তিনজন নিহত ও ২১৩ জন আহত হয়েছেন। তিনটি ধসে পড়া ভবনে তল্লাশি ও উদ্ধার কাজ চলছে, যেখানে ছয়জন আটকা পড়েছে বলে ধারণা করা হয়।
আরও পড়ুন: তুরস্কের ভূমিকম্প অঞ্চল পরিদর্শনে ব্লিঙ্কেন, ১০০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি
হ্যাবারতুর্ক টেলিভিশনের খবরে বলা হয়, হাতায় পুলিশ একটি তিনতলা ভবনের ভেতর আটকা পড়া একজনকে উদ্ধার করেছে। খবরে আরও বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র সরিয়ে নিতে লোকজনকে সহায়তাকারীরাও আটকা পড়েন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আলেপ্পোতে ধ্বংসস্তূপ ধসে ছয়জন আহত হয়েছেন। উত্তর-পশ্চিম সিরিয়ার সিভিল ডিফেন্স সংস্থা হোয়াইট হেলমেটস জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ১৩০ জনেরও বেশি লোক আহত হয়েছে, যাদের বেশিরভাগই প্রাণঘাতী নয়।
আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর দম্পতি জীবিত উদ্ধার, মারা গেছে তাদের সন্তান
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প পরবর্তী প্রধান অগ্রগতি
তুরস্কে বিনামূল্যে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে বিমান
ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কানাডা ও বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিনামূল্যে তুরস্কের ইস্তাম্বুলে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিমানের ফ্লাইট বিজি-৩০৫ এর মাধ্যমে সাত হাজার ৭৪০ কেজি কার্গো পণ্য বিনামূল্যে ঢাকা থেকে ইস্তাম্বুলে পরিবহন করা হয়েছে। ঢাকার তুরস্কের দূতাবাস এসব পণ্য পাঠিয়েছে।
আরও পড়ুন: করোনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্মকর্তার মৃত্যু
এভাবে কয়েকটি ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে ৩০ টন ত্রাণসামগ্রী তুরস্কে পৌছেঁ দেবে বলে সোমবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি কানাডার টরন্টো থেকে ফ্লাইট বিজি-৩০৬ এর মাধ্যমে বিনামূল্যে তিন হাজার ১০ কেজি ত্রাণ ইস্তাম্বুলে পৌঁছে দিয়েছে বিমান। কানাডার টরন্টোতে অবস্থিত তুরস্কের কনস্যুলেট থেকে ওই পণ্যগুলো সরবরাহ করা হয়। টরন্টো থেকে ইস্তাম্বুলে পণ্য পরিবহনের অনুমতি না থাকা সত্ত্বেও জরুরি ভিত্তিতে কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে পণ্যসমূহ পরিবহন করা হয়েছে।
আরও পড়ুন: নিজস্ব ব্যবস্থাপনায় উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন বিমান বাংলাদেশের
সৌদিগামী বিমান বাংলাদেশের ফ্লাইট ৫ দিন স্থগিত