বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ ৯০ দিনের জন্য মার্কিন ডলার ও টাকা বিনিময় চালু করেছে।
বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন পদ্ধতি অবিলম্বে কার্যকর করা হবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত ডলার থাকলে তারা এখন বাংলাদেশ ব্যাংকে জমা রেখে সমপরিমাণ অর্থ ঋণ নিতে পারবে। এ পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক উভয় ব্যাংক লাভবান হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এই চুক্তির আওতায় উদ্বৃত্ত ডলারের বিপরীতে ব্যাংকগুলো তাৎক্ষণিক অর্থ পাবে। আবার নির্দিষ্ট সময় পর টাকা ফেরত দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে সমপরিমাণ ডলার পাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের প্রয়োজনে একে অপরের সঙ্গে ডলার ও অর্থ আদান-প্রদান করে থাকে। এখন কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিনিময় সুবিধা চালু হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের পরবর্তী মুদ্রানীতির মূল ফোকাস মুদ্রাস্ফীতি ও বিনিময় হার
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ প্রক্রিয়ার আওতায় সর্বনিম্ন ৫০ মিলিয়ন ডলার বা সমপরিমাণ অর্থ বিনিময় করা যাবে।
মুদ্রা বিনিময়ের সুবিধা নিতে আগ্রহী ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের চুক্তি থাকবে।
ওই চুক্তি অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলো যেদিন বাংলাদেশ ব্যাংকে ডলার জমা দেবে, সেদিন তারা ওই দিনের ডলারের বিনিময় হারের সমপরিমাণ অর্থ পাবে। একইভাবে নির্দিষ্ট সময়ের পর ব্যাংকগুলো টাকা জমা দিয়ে ডলার উত্তোলন করতে পারবে।
আরও পড়ুন: খেলাপি ঋণ কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের ১১ দফা রোডম্যাপ