বান্দরবানের লামা উপজেলার লাইনঝিরি এলাকায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির ডিপো অফিস থেকে লুট হওয়া ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫২ লাখ ৫৭ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ৮ জনকে আটক করেছে পুলিশ।
আটকদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩টি দেশীয় বন্দুক, ৬ রাউন্ড তাজা গুলিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার(২৩ মে) সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
শহীদুল্লাহ কাওসার বলেন, গত ৯ মে রাত ৩টার দিকে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের সশস্ত্র ডাকাতদল লামা পৌরসভার লাইন ঝিরি এলাকার আবুল খায়ের টোব্যাকো কোম্পানির ডিপো অফিসে কর্মচারীদের ভয় দেখিয়ে নগদ ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
এই ঘটনায় লামা থানায় মামলা হলে পুলিশ প্রথমে সন্দেহভাজন ২ জনকে আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পরে আরও ৬ জনকে আটক করা হয়। আটকদের সঙ্গে নিয়ে লামা উপজেলাসহ পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৪টি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ৫২ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এই ঘটনার মূল হোতা আব্দুল করিম ঘটনার ৭ দিন আগে বান্দরবান কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ।