বান্দরবানের রুমা উপজেলার ঘন জঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্য নিহত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, কেএনএফ’র ব্যবহৃত একটি গোপন আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়েছে।
এতে বলা হয়, গভীর জঙ্গলের ওই গোপন আস্তানায় সেনা সদস্যরা হানা দিলে গোলাগুলি শুরু হয়। এতে তারা নিহত হন। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত: আইএসপিআর
অভিযানে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
ওই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীটিকে নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকায় সামরিক অভিযান এখনও চলছে।
পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন নৃগোষ্ঠীর স্বায়ত্তশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠার অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলাসহ নানা সহিংস হামলার সঙ্গে জড়িত সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ।
আরও পড়ুন: বান্দরবানে কেএনএফের ২ সদস্য নিহত