বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের (বিআইএফপিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ৩১ জানুয়ারি নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সঙ্গীতা কৌশিক।
এই পদে যোগদানের আগে তিনি ভারতের এনটিপিসি লিমিটেডে নির্বাহী পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কনসালটেন্সি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিআইএফপিসিএল অনুসারে, সঙ্গীতার জন্ম ১৯৬৬ সালে ভারতে। তিনি ভারতের গোবিন্দ বল্লভ পন্ত ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক স্ট্রিম নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
তিনি ১৯৮৬ সালে ইঞ্জিনিয়ার ট্রেইনি হিসেবে এনটিপিসিতে যোগদান করেছিলেন। তিনি ভারতের গুরগাঁওয়ের এমডিআই থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
তিনি এনটিপিসির ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্টসহ (আইবিডি) বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং সম্প্রতি নির্বাহী পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কনসালটেন্সি) হিসেবে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন।
আরও পড়ুন: নাহার চৌধুরীকে প্রথম বাংলাদেশি এমডি নিয়োগ দিল কোকা-কোলা
কমন ফান্ড ফর কমোডিটিজের এমডি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত বেলালকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন