বিআরটিসির চালক নিয়োগের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক পরীক্ষা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (১১ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) লাভজনক রাখতে লাইসেন্সিং ব্যবস্থায় নজরদারি বাড়ানো এবং যানবাহনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়।
কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে সভায় বিআরটিসির বর্তমান রুটসহ যানবাহনের সংখ্যা, বার্ষিক আয়-ব্যয় বিবরণী, প্রতিষ্ঠান ও বিদ্যমান জনবলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও করিমগঞ্জ উপজেলার মরিখালী থেকে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা পর্যন্ত এলিভেটেড সড়ক নির্মাণের বর্তমান অগ্রগতি এবং কিশোরগঞ্জ জেলার সব সড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এসময় নির্মাণাধীন এলিভেটেড সড়ক ও কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সব সংযোগ সড়কের কাজ শিগগিরই শেষ করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
বৈঠকে অংশ নেন- কমিটির সদস্য মো. আবু জাহির, শেখ সালাহউদ্দিন, মো. মুজিবুল হক, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ-আল-কায়সার, মোহাম্মদ গোলাম ফারুক ও মোছা. নাছিমা জামান ববি।
এছাড়াও বৈঠকে ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব ও প্রধান প্রকৌশলী, বিআরটিএ ও বিআরটিসির চেয়ারম্যানরা, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।