বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রাফাত হাসান, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা। বিশিষ্ট অতিথিদের সঙ্গে অনুষ্ঠানের কেক কাটেন তিনি।
সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা ও খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবারবর্গ এবং ভারতীয় যুদ্ধাহত ব্যক্তিরাও অনুষ্ঠানের আমন্ত্রণ পান। অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।
এ ছাড়াও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।
শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, পত্রিকার সম্পাদক ও সাংবাদিক নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এর আগে, সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সকাল সাড়ে ৬টার দিকে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী দেশের বীরদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।