মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৬ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণকালে তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ৮টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। একটি আনুষ্ঠানিক পুলিশ স্কোয়াড নম্রভাবে দাঁড়িয়ে অভিবাদন জানায়। এসময় সম্মান জানিয়ে বিউগল বাজানো হয়।
অনুষ্ঠানের শেষে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী নিহত পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান ও অতিরিক্ত আইজি (প্রশাসন) মোহাম্মদ আলমগীর আলম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পতিত স্বৈরাচার-দোসরদের বিচার সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত: প্রধান উপদেষ্টা