প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিজ্ঞান গবেষণা কার্যক্রম বাবদ ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি তথ্য প্রযুক্তি কেন্দ্রিক স্টার্ট-আপে আলাদা করে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (২ জুন) বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, উন্নয়নের সর্বোচ্চ স্তরে পৌঁছার জন্য বিজ্ঞান গবেষণায় গুরুত্ব বিবেচনায় আগামী অর্থবছরে মৌলিক বিজ্ঞান গবেষণা ও সামুদ্রিক সম্পদ আহরণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ব্লু ইকোনোমি সম্ভাবনাকে কাজে লাগাতে এ খাতে গবেষণার জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হবে।
অন্যদিকে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, সারা দেশে ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি ডিজিটাল ল্যাব ও ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি স্কুল অব ফিউচার স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: করমুক্ত আয়সীমায় বিশেষ সুবিধা পাবেন আহত জুলাই যোদ্ধারা
দেশে বিজ্ঞান চর্চা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়ন কাজে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৪৯২টি প্রকল্পের অনুকূলে চলতি অর্থবছরে ১৬ কোটি ৬৬ লাখ টাকার গবেষণা অনুদান দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।
এছাড়া প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে স্টার্ট-আপ তহবিল হিসেবে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে নতুন বাজেটে।
প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনা করে আলাদা এ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।