করোনাভাইরাসের বৈশ্বিক প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পূর্ব নির্ধারিত সব পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সংস্থার চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সোমবার ইউএনবিকে বলেন, ‘বিপিএসসির অধীনে পূর্ব নির্ধারিত সব পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।’
এর আগে আজ শিক্ষামন্ত্রী দীপু মনি ঘোষণা দেন যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা দেশে করোনাভাইরাসে আক্রান্ত দুই শিশুসহ নতুন তিন রোগী পাওয়ার ঘোষণা দেয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
এখন পর্যন্ত দেশে আটজন করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে।
করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বিশ্বব্যাপী সোমবার পর্যন্ত ৬ হাজার ৫১৬ জনে দাঁড়িয়েছে। এটি এখন পর্যন্ত বিশ্বের ১ লাখ ৬৯ হাজার ৫৫২ ব্যক্তিকে আক্রান্ত করেছে।