বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩৪ জনের বেশি প্রাণহানির ঘটনায় বৃহস্পতিবার ভোরে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেককে(৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ভূইয়া জানান, ভোররাত ৩টার দিকে পুলিশের একটি দল মোসাদ্দেককে তার বাসা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোসাদ্দেককে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হবে বলেও জানান এসআই রেজাউল করিম।
প্রসঙ্গত, গত ২৯ জুন সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দোতলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সাথে সাথে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চডুবির ওই ঘটনায় ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
পরদিন সদরঘাট নদী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শামসুল বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন।
৭ জুলাই পুলিশ ময়ূর-২ লঞ্চের কর্মচারী আব্দুস সালামকে গ্রেপ্তার করে এবং ওইদিন আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।