'বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতিতে কোনো বাধা নেই'- হাইকোর্টের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার বলেছেন, বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফিরে আসতে পারে।
সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুয়েট উপাচার্য বলেন, 'হাইকোর্ট যা বলবে তা আমাদের মেনে নিতে হবে। আদালতের আদেশ অবশ্যই মানতে হবে। এটি বাস্তবায়ন করতে হলে আমাদের কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’
উপাচার্য বলেন, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে হলে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনকে পারস্পরিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে এবং এজন্য আলোচনা জরুরি।
উপাচার্য বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের আলোচনার ভিত্তিতে আমরা বিষয়টি খতিয়ে দেখব।’