করোনাভাইরাস সংক্রমণ রোধের লক্ষ্যে বৃহস্পতিবার (০১ জুলাই) ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য সরকার কঠোর লকডাউন দিতে চলেছে।
জনসাধারণ ও যানবাহনের চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরও পড়ুন: লকডাউন: খুলনাঞ্চলে নিম্ন আয়ের মানুষ দিশেহারা
এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতগণ ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হতে পারবে না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।
আরও পড়ুন: ‘কঠোর লকডাউনে’ মুভমেন্ট পাশ থাকবে না: মন্ত্রিপরিষদ সচিব
বিধিনিষেধ সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত প্রজ্ঞাপন বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারী করা হবে।
মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি ও কঠোর লকডাউন নিশ্চিৎ করতে মাঠে পুলিশের পাশাপাশি থাকবে সেনাবাহিনী ও বিজিবি।