বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প দুরত্বে কমিউটার ট্রেন চলাচল করবে।
মঙ্গলবার (৩০ জুলাই) ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।
তিনি বলেন, যে সময়টাতে কারফিউ থাকবে না, সে সময়ে ঢাকাসহ দেশের যেসব জায়গায় স্বল্প দুরত্বে কমিউটার বা মেইল ট্রেন চলাচল করবে।
তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে সহিংসতার পরিপ্রেক্ষিতে গত ১৮ জুলাই থেকে রেল যোগাযোগ বন্ধ রেখেছে সরকার।