টানা পাঁচ দিনের ছুটি শেষে পুনরায় বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
সোমবার(১৫ এপ্রিল) সকাল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় স্থলবন্দরে।
এর আগে, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে গত ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এই বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে পাঁচ দিন ছুটি ঘোষণা করায় বন্ধ ছিল বেনাপোল বন্দরের কার্যক্রম। ছুটি শেষে আজ সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বলেন, পাঁচ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার ছিল স্বাভাবিক।
বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে পাঁচ দিনের ছুটির পর আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বেনাপোল বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
পণ্যজট কমাতে প্রয়োজনে বন্দরে অতিরিক্ত সময় কাজ হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঈদে ৫ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি