'সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি' শিরোনামে ২০২৪-২৫ অর্থবছরের জন্য মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করা হয়। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্যের ওপর কর ও শুল্ক কমানোর বিভিন্ন প্রস্তাব রয়েছে।
আরও পড়ুন: বরাদ্দ কমছে যোগাযোগ খাতে
প্রস্তাবিত বাজেট অনুযায়ী ব্যাগেজ নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হচ্ছে। যেমন, ২৪ ক্যারেটের সোনার অলঙ্কারে অনুমোদন দেওয়া হবে না। শুধু ২২ ক্যারেট বা তার কম, ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার আনা যাবে। ১২ বছরের কম বয়সি যাত্রীরা ব্যাগেজ সুবিধার অংশ হিসেবে স্বর্ণের অলঙ্কার, স্বর্ণের বার বা অ্যালকোহলযুক্ত পানীয় আনতে পারবেন না। এছাড়া যেসব ব্যাগেজ যাত্রীর সঙ্গে আনা হয়নি (সঙ্গীহীন লাগেজ) সেসব ব্যাগেজে শুল্ক ছাড়ের সুবিধা পাবেন না। এ ধরনের ব্যাগেজের মাধ্যমে আনা পণ্যের ওপর শুল্ক পরিশোধ করতে হবে।
আজ বাজেট উপস্থাপনের পর সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করবেন। এরপর ৩০ জুন প্রস্তাবিত বাজেট পাস হবে। এটি বাংলাদেশের ৫৩তম বাজেট, যা দেশের অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বর্তমান মেয়াদের প্রথম বাজেট। এছাড়াও অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট পেশ এটি।
আরও পড়ুন: ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১০২ চালু
বাজেট ঘাটতি মেটাতে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিতে চায় সরকার