সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন।
শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বার কাউন্সিলের সাবেক সভাপতি ও ইংরেজি দৈনিক দি নিউ নেশন পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মইনুল হোসেনকে গত ৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় বারিধারা জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে তার মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।
ব্যারিস্টার মইনুল হোসেন ১৯৪০ সালের জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। তার বাবা বিখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ তোফাজ্জল হোসেন মানিক মিয়া।
তিনি ২০০৭ সালের জানুয়ারি থেকে ২০০৮ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আইন, তথ্য ও ভূমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মইনুল বঙ্গবন্ধু হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে ডেমোক্রেটিক লীগে যোগ দেন।