দিল্লিতে থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন, বুধবার ঢাকায় ভারতীয় উপ-হাইকমিশনার পবন ভাদেকে ডেকে নিয়ে অসন্তোষের কথা জানিয়েছে মন্ত্রণালয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয়েছে, তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।