বঙ্গবন্ধু ফাউন্ডেশন গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যায় ভার্জিনিয়ার একটি হোটেলে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বাংলাদেশের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
রবিবার দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শ্রদ্ধা
ফাউন্ডেশনের গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখা সভাপতি আলাউদ্দিন আহমেদ সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বাংলাদেশের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক।
সভায় আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ফাউন্ডেশনের জার্মানি শাখা সভাপতি মো. ইউনুস খান এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখার নেতা ড. জাহিদ হোসেন, খালেদা আকতার, সৈয়দ সানি ও অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান প্রমুখ।
আরও পড়ুন: বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা
এছাড়া অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন উপস্থিত ছিলেন।