কুষ্টিয়া, ১০ মার্চ (ইউএনবি)- কুষ্টিয়ার ভেড়ামারায় আগুনে চার কিলোমিটার এলাকাজুড়ে পানের বরজ, গমসহ অন্যান্য ফসলসহ বসতবাড়ি পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে ৫০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
রবিবার (১০ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদী-তীরবর্তী রায়টা পাথর ঘাট এলাকার পান বরজ থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে নিশ্চিন্দ্র পাড়া, মাধবপুর, গোসাইপাড়া গ্রামের পানবরজসহ অন্যান্য জমি ও বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কুষ্টিয়া সদর থানা, মিরপুর উপজেলা ও ঈশ্বরদী উপজেলার ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে ভেড়ামারা ফায়ার সার্ভিস ইউনিট।
বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কুষ্টিয়া সদর, মিরপুর ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটকে খবর দেওয়া হয়। চার ইউনিটের প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।