সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি) বুধবার (২২ নভেম্বর) এক ভার্চুয়াল বৈঠকে ভোজ্যতেল ও সার আমদানি ও বেসরকারি খাতে স্থাপন করা সৌর ও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনাসহ সাতটি প্রস্তাব অনুমোদন করেছে।
বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈঠকের অনুমোদন অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১৪৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ভারতের গ্রিন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারস থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ১ দশমিক ১০ লিটার সয়াবিন তেল আমদানি করবে।
বিআআইএইচসিএল-বিজেডএইচই-ইএনএএম-এমএনএস কনসোর্টিয়াম ফেনী জেলার সোনাগাজী উপজেলায় একটি ১০০ মেগাওয়াট সৌর (এসি) পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবে। যেখান থেকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) প্রতি কিলোওয়াট ঘণ্টায় (প্রতি ইউনিট) ১১ দশমিক ০০৫৮ টাকা শুল্ক হারে ২০ বছর মেয়াদে বিদ্যুৎ আমদানি করবে।
বিপিডিবিকে আগামী ২০ বছরে প্ল্যান্ট থেকে বিদ্যুৎ কিনতে খরচ করতে হবে ৩৫৬৬ কোটি ৪০ লাখ টাকা।
সিদ্দিকী ফেব্রিক্স লিমিটেড-ইন্টেক এনার্জি জিএমবিএইচ-সৌদিয়া জার্মান পাওয়ার প্ল্যান্ট লিমিটেড (এসএফ-আইই-এসজিপিপিএল জেভি) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় একটি ১১ মেগাওয়াট বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনকেন্দ্র স্থাপন করবে। যা থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন বিপিডিবি বিল্ড,ওন,অপারেট (বিওও) ভিত্তিতে ২৫ বছর মেয়াদে বিদ্যুৎ কিনবে।
প্রতি ইউনিট ২১ দশমিক ১০৫ টাকা শুল্ক হারে প্রকল্প থেকে বিদ্যুৎ কিনতে বিপিডিবিকে খরচ করতে হবে ৪০৬৮ কোটি টাকা।
সড়ক ও জনপথ বিভাগ ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে ‘আরিচা-বরঙ্গাইল-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পে ১১২ দশমিক ৮১ কোটি টাকার চুক্তি দেবে।
মোট ৯০ হাজার মেট্রিক টন (এমটি) সার আমদানির জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
অনুমোদন অনুযায়ী, বিসিআইসি ১২৭ দশমিক ৮১ কোটি টাকা ব্যয়ে কাতারের মুনতাজাত থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগ দানাদার ইউরিয়া সার আমদানি করবে এবং কর্ণফুলী ফার্টিলিজ কোম্পানির লিমিটেড ফার্টিলিজ কোম্পানি থেকে ১২১ দশমিক ০৮ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগ দানাদার ইউরিয়া সার আমদানি করবে।
বিসিআইসি ১২৩ দশমিক ৪৮ কোটি টাকায় সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার আমদানি করবে।