বাংলাদেশে চলমানভাবে নির্মিত মডেল মসজিদগুলো জাতি-ধর্ম নির্বিশেষে সকলের মাঝে ইসলাম ধর্মের মাহাত্ম্য ছড়িয়ে দিতে এবং ভালো কাজে মানুষকে উৎসাহিত করতে সাহায্য করবে বলে আশাব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সারাদেশে জুড়ে নির্মাণ সম্পন্ন হওয়া ৫০টি মডেল মসজিদ উদ্বোধনের সময় এমন আশাবাদ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: খুলনায় মডেল মসজিদ নির্মাণ কাজে ধীর গতি
তিনি বলেন, ‘এই মসজিদগুলোর মাধ্যমে ইসলামের সংস্কৃতি ও বার্তা সমাজের সকলের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষ এই মসজিদগুলোর মাধ্যমে ইসলাম ধর্মের মাহাত্ম্য বুঝতে পারবেন।’
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনলাইনের মাধ্যমে মুজিব বর্ষ উপলক্ষ্যে সারাদেশ জুড়ে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন।
আরও পড়ুন: কুমিল্লায় ধুঁকছে মডেল মসজিদ প্রকল্প
একই রকম দেখতে মডেল মসজিদগুলো দেশের প্রতিটি জেলা ও উপজেলাতে সরকারি অর্থায়নে গড়ে তোলা হচ্ছে। এই মসজিদগুলোতে নামাজের পাশাপাশি জ্ঞনাচর্চা, গবেষণা, প্রশিক্ষণ ও জনসচেতনতার কাজে ব্যবহার করা হবে।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম ধর্মাবলম্বী। তাই এখানে ইসলামের মূল্যবোধ ও আচার সঠিকভাবে পালন করা এবং ইসলামের সংস্কৃতিও মানুষের মাঝে ছড়িয়ে দেয়া উচিৎ।’
এসময় তিনি বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান কথা স্মরণ করেন। তিনি বলেন, জাতির পিতার দেখানো পথে এগিয়ে যাওয়ার মাধ্যমেই বাংলাদেশ উন্নতি অর্জন করছে।
নতুন প্রজন্ম যেন সন্ত্রাস ও জঙ্গীবাদের দিকে না ঝুঁকে যায়, সেজন্য আলেম-উলেমা ও অভিভাবকদের ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: মডেল মসজিদ: মুজিববর্ষের অনন্য এক উপহার
মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।