মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আদাবর থানার রিং রোডের জাপান গার্ডেন সিটির বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে সাবিনা (৩৫) নামে একজন গৃহকর্মী কান্নাজড়িত এবং ভীতসন্ত্রস্ত স্বরে জরুরি নম্বরে ফোন করে জানান, তিনি লুকিয়ে ফোন করেছেন এবং বাসার লোকজন জানতে পারলে তাকে মারধর করবেন।
তিনি আরও জানান, তার বাড়ি সাতক্ষীরায়। স্বামী ছেড়ে চলে যাওয়ায় তিনি এক আত্মীয়ের মাধ্যমে ঢাকার ওই বাসায় কয়েক মাস আগে গৃহকর্মী হিসেবে কাজ নেন। স্বামীর মারধরে তার একটি হাত ভেঙে যাওয়ায় তিনি ভাঙা হাত নিয়ে ভারী কাজ করতে পারছিলেন না। এ জন্য তাকে বাসার গৃহকর্ত্রী সবসময় মারধর করেন। বাড়ি ফিরে যেতে চাইলেও ওই বাসার লোকজন তাকে যেতে না দিয়ে জোর করে কাজ করায়।
এ পরিপ্রেক্ষিতে তিনি ৯৯৯-এর কাছে তাকে উদ্ধার করে জীবন বাঁচাতে এবং বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে অনুরোধ জানান।
৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সাথে আদাবর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে আদাবর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।
পরে রাত দেড়টায় আদাবর থানার এসআই আনোয়ার ৯৯৯-কে ফোনে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে গৃহকর্মী সাবিনাকে উদ্ধার এবং ফ্ল্যাট মালিক সমিতির সেক্রেটারির জিম্মায় বুঝিয়ে দিয়েছেন। সকাল হলে তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।
পরে ৯৯৯ থেকে গৃহকর্মী সাবিনাকে ফোন করা হলে তিনি নিজ বাড়িতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন এবং ধন্যবাদ জানান।