রাশিয়ার মস্কোতে কনসার্টে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি বার্তা পাঠান প্রধানমন্ত্রী।
ওই শোক বার্তায় মস্কোর সন্ত্রাসী হামলাকে মানব সভ্যতা ও মানবিক মূল্যবোধের উপর হামলা হিসেবে অভিহিত করেন তিনি।
হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
শুক্রবার মস্কোর পশ্চিম প্রান্তে ক্রোকাস সিটির কনসার্ট হলে বন্দুকধারীর হামলায় ১৩৩ জন নিহত হয় বলে জানায় রুশ কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করা হয়। হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের চ্যানেলগুলোতে বিবৃতি দেয় ইসলামিক স্টেট (আইএস)।