উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাভি আয়ান (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
বিমান দুর্ঘটনায় তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রবিবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় আয়ান মারা যায়।
আরও পড়ুন: মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: আরও দুজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫
এর আগে রবিবার (২৭ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা সংশোধন করে ৩৩ জন বলে জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, রবিবার বিকেল ৪টা পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ৩৩ জন এবং ৪৬ জন এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ৩৩ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি।
সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩৪ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই শিশু।