মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বনি ইয়াসমিন নামের মাগুরার সরকারি কলেজের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ মে) দিবাগত রাতে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বনি ইয়াসমিন (২১) শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের নুরুল ইসলামের মেয়ে। তিনি তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গতরাতে আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা, বাঁচাতে গিয়ে শিক্ষার্থী নিহত
তিনি বলেন, সকালে খবর পেয়ে পুলিশ আনসার হেডকোয়ার্টারের ২৮৩/সি নম্বর বাসার নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। ড্রয়িং রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল বনি ইয়াসমিন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, বনি ইয়াসমিন ৩ সপ্তাহ আগে বোন মিরুন্নাহর ও দুলাভাই মো. রফিকুল ইসলামের বাসায় বেড়াতে যায়। গত রাত ১টার পর যেকোনো সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী। তবে পরিবারের কেউ আত্মহত্যার কারণ জানাতে পারেনি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা, স্বামী পলাতক