মাগুরায় এক প্রসূতি নারীর অস্ত্রোপচারজনিত মৃত্যুর ঘটনায় চিকিৎসকের নামে মামলা করেছেন ভুক্তভোগীর পিতা। গত সোমবার (৮ এপ্রিল) মাগুরা সদর আমলী আদালতে মারা যাওয়া শায়লা রহমানের পিতা অ্যাডভোকেট মিজানুর ফিরোজ এ মামলা করেছেন।
সোমবার মাগুরার সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবীর অভিযোগটি আমলে নিয়েছেন। এবং মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা গ্রহণের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট আইনজীবীরা জানান এ বিষয়ে মাগুরা থানায় মামলা রুজু হয়েছে।
মামলায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. শফিউর রহমান, তার স্ত্রী ডা. জাফরিন আক্তার, একই হাসপাতালের ডা. অরুণ কান্তি ঘোষ এবং ঢাকার পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা. অনোয়ার হোসেনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ৪ এপ্রিল (বৃহস্পতিবার) ডা. জাফরিন আক্তারের পরামর্শে মিজানুর রহমান তার প্রসূতি কন্যা শায়লাকে মাগুরা হাজী আব্দুল হামিদ সড়কে লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করেন। সেখানে ওইদিন রাতে অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেয় শায়লা রহমান।
অভিযোগে বলা হয়, অস্ত্রোপচারের সময় ডাক্তার তার খাদ্যনালি কেটে ফেলায় তিনি জটিল অবস্থায় পড়েন। রোগীর রক্তক্ষরণ শুরু হলে ডা. জাফরিন আক্তার তার স্বামী ডা. শফিউর রহমানকে মোবাইল ফোনে কল দেন।
আরও পড়ুন: দুর্নীতির মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খানের ৪ বছরের কারাদণ্ড
ডা. শফিউর রহমান ভোরে ওই ক্লিনিকে এসে তার স্ত্রী জাফরিন ও ডা. অরুণ কান্তি ঘোষসহ রোগীর তলপেটসহ একাধিক স্থানে পুনরায় অস্ত্রোপচার করেন। এ সময় আরও রক্তক্ষরণ হলে ১১ ব্যাগ রক্ত সংগ্রহ করে রোগীর শরীরে দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ডা. শফিউর রহমান রোগীকে পরদিন ৫ এপ্রিল(শুক্রবার) সকাল ৭টার দিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে পুনরায় অচেতন করে চিকিৎসার চেষ্টা করেন। এ সময় রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে উল্লিখিত চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে বিধায় তাকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠাতে হবে।
পরে রোগীকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আইসিইউতে কিছুক্ষণ রাখার পর রোগীর মৃত্যু হয়।
মাগুরা জেলা সিভিল সার্জন শামীম কবি জানান, সিজার করার সময় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা তেমন কোনো কিছু জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত তদন্ত চলছে।
এদিকে ভুল অস্ত্রপচারে প্রসূতি মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে দোষী চিকিৎসকদের বিচারের দাবিতে সোমবার মাগুরায় জেলা আইনজীবী সমিতির মানববন্ধন করেছে। এ ছাড়াও বিভিন্ন সংগঠন মানববন্ধন ও সমাবেশ করছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে বেপরোয়া গতিতে চালানোর অভিযোগে অর্ধশত মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা