মাগুরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাত আলী (১৭) নামর এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওমান নামের অপর এক আরোহী।
শুক্রবার সকালে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুরহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
নিহত জান্নাত আলী বিনোদপুরের বহালবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। তবে আহত ওমানের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মাগুরা সদরের বরুনাতোল বোনের বাড়ি থেকে খাবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিল দুই বিয়াই জান্নাত ও ওমান। পথে তল্লাবাড়িয়া গ্রামে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ দাশ বিশ্বাস জান্নাতকে মৃত ঘোষণা করেন। ওমান ওই হাসাপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত
ওসি বোরহান উল ইসলাম বলেন, ‘নিহত জান্নাতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।’