রংপুরের গংগাচড়া উপজেলায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর মেহেদী হাসান মুহিত (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের কেল্লার পার এলাকায় নদীতে তার লাশ ভেসে ওঠে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
পড়ুন: লালমনিরহাটে তিস্তায় গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ
মুহিত লালমনিরহাট জেলার কালীগঞ্জ তুষভান্ডার কাশিরাম এলাকার আশরাফ উল আমিন হেলাল মাস্টারের ছেলে। তিনি চীনের একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত ছিলেন।
জানা যায়, মঙ্গলবার সকালে শখের বসে মুহিতসহ পাঁচ বন্ধু মিলে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনিয়া এলাকায় তিস্তা নদীতে মাছ ধরতে যান। সাঁতার না জানায় দুপুরে নদীতে ডুবে নিখোঁজ হন মুহিত।
গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ইমরান ঘটনা সত্যতা নিশ্চিত করেন।